মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গল্প। আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রান দিয়েছেন অনেকে। হানাদার পাক বাহিনী আর তাদের দোসররা রক্ত পিপাসা মিটাতে গিয়ে অনেক বাড়িকে রূপান্তরিত করেছিল বধ্যভূমিতে। এমন একটি বাড়ির অন্তরালের ঘটনাই নাটকের মূল উপজীব্য।
একটি মধ্যবিত্ত পরিবার ভাড়াটিয়া হিসাবে অতি সাধারন এক বাড়ীতে এসে উঠেন। এই পরিবারটি মুখোমুখি হয় কিছু অস্বাভাবিক ঘটনা আর অন্য রকম এক বোঁধের। এই বোঁধ আর অস্বাভাবিকতাকে বিদায় জানিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবারটি। কিন্তু পরিবারটির আর বাড়ি ছেড়ে যাওয়া হয়না। মুক্তিযুদ্ধকালীন সময় চলমান সময়ের এই পরিবারটিকে অষ্টেপৃষ্ঠে বন্দী করে অন্তরালের অসহ্য করুণ ঘটনা।